বিকেলে সারা দেশে কোটাবিরোধীদের ‘বাংলা ব্লকেড’
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আজ বৃহস্পতিবারও (১১ জুলাই) সারা দেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবে আন্দোলনরত শিক্ষার্থীরা। এদিন বিকেল সাড়ে ৩টা থেকে কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন তারা।
গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নেওয়ার আগে পরবর্তী কর্মসূচি ঘোষণার সময় এ কথা জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।
গতকাল প্রায় আট ঘণ্টা রাজধানীর বিভিন্ন সড়ক আটকে রেখে আন্দোলন করেন কোটাবিরোধীরা। সারা দিন অবরোধের পর বিকেল ৬টার দিকে তারা অবরোধ তুলে নেন। যান চলাচল শুরু হয়। এদিন সকাল থেকে রাজধানীর শাহবাগ, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেটসহ অধিকাংশ সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীরা মাইকে ঘোষণা দেন, ‘আমাদের যৌক্তিক দাবির জন্য আমরা সড়ক অবরোধ করেছি। জরুরি সেবা ছাড়া কোনো যানবাহন আমরা চলতে দেব না। আমরা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাব না। কাউকে ঘটাতেও দেব না।’ এভাবে তারা কোটা প্রথাবিরোধী নানা স্লোগান ধরেন। দিনভর নানা স্লোগান ও গণসংগীতের সুরে কোটাবিরোধী আন্দোলন জমিয়ে রাখেন তারা।