স্লোগানে মুখর শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়
রাজধানীর শাহবাগ থেকে শুরু করে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় পর্যন্ত দখলে নিয়েছেন কোটাবিরোধীরা। সেখানে নানা স্লোগান দিচ্ছেন তারা। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশি ব্যারিকেড ভেঙে ওই এলাকা পুরোপুরি তাদের দখলে নেন শিক্ষার্থীরা।
এদিকে সতর্ক অবস্থানে আছে পুলিশ। যদিও ব্যারিকেড ভাঙলে একপাশে সরে যান পুলিশ সদস্যরা। সে সময় শিক্ষার্থীরা সড়কের দু’ধারে মানব শেকল তৈরি করে তার মধ্য দিয়ে মিছিলকে পার করে দেন। এরপর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ের দিকে যান তারা। পরে সেখানেও অবস্থান নিয়ে অবরোধ করেন কোটাবিরোধীরা।
ওই কোটাবিরোধীরা যতো এগোতে থাকেন, ততই সেখান থেকে পিছু হটতে থাকে পুলিশের সাজোয়া যান ও জলকামান। এখন এগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে অবস্থান করছে। সেই সাজোয়া যানের ওপর শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন। বলা হচ্ছে, সাজোয়া যান দখলে নিয়েছেন তারা।
যদিও প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেছেন, আদালতের দরজা তাদের জন্য সবসময় খোলা আছে। তিনি সবাইকে ঘরে ফিরে যেতে বলেছেন। অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দাবি, শিক্ষার্থীদের ফাঁদে ফেলে নতুন আন্দোলনের পাঁয়তারা করছে বিএনপি। তবে, এসব অভিযোগ অস্বীকার করেছে বিএনপি।