শিক্ষার্থীদের নিরাপত্তায় জাবিতে কন্ট্রোল রুম চালু, অতিরিক্ত পুলিশ-আনসার মোতায়েন

ঈদের ছুটি শেষে শিক্ষার্থীদের নির্বিঘ্নে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিরতে কন্ট্রোল রুম খুলেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ছাড়াও শিক্ষার্থীদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে আনসার ও পুলিশ। আজ রোববার (৬ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ে ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদ-উল-ফিতরের ছুটি শেষ জাবিতে আগামীকাল সোমবার (৭ এপ্রিল) অফিস খুলছে। আগামী মঙ্গলবার (৮ এপ্রিল) শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষার কার্যক্রম শুরু হচ্ছে। ছুটি শেষে ইতোমধ্যে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের নির্বিঘ্নে ক্যাম্পাসে ফিরে আসার সার্বিক সহযোগিতা করার লক্ষ্যে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে কন্ট্রোল রুমের নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের গেটগুলোতে গার্ড, আনসার এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বাড়ি থেকে ফেরার পথে যানজটসহ বিভিন্ন কারণে আমাদের শিক্ষার্থীদের ক্যাম্পাসে পৌঁছাতে রাত হয়ে যায়। সাম্প্রতিক সময়ে ঢাকা-আরিচা মহাসড়কে ছিনতাইয়ের সংখ্যা বেড়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হল গেট, ডেইরি গেট (প্রধান ফটক) ও প্রান্তিক গেটে বিকাল ৬টা থেকে রাত ১২টা এবং ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত আনসার সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়াও আমরা সাভার থানা, আশুলিয়া থানা এবং হাইওয়ে থানার সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। তারা গতকাল শনিবার থেকেই এ অংশে টহল জোরদার করেছেন।
জাবি প্রক্টর আরও বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময়ই বদ্ধ পরিকর। আমাদের হটলাইন নাম্বার সবসময়ই খোলা থাকবে। একই সঙ্গে কোনো শিক্ষার্থীর সাথে অতিরিক্ত লাগেজ থাকলে তা বহন করার জন্য আমাদের দুইটি গাড়ি প্রান্তিক গেট ও ডেইরি গেটে অবস্থান করছে। শিক্ষার্থীদের প্রয়োজনে এই গাড়িগুলো লাগেজ পৌঁছে দিবে।