আইইউটিতে অটোমেক ২০২৫, ভ্যালোরান্টে চ্যাম্পিয়ন রেডউইংস

দীর্ঘ ছয় বছরের বিরতির পর ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর মেকানিক্যাল ও প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ আয়োজন করেছে বহুল প্রতীক্ষিত উৎসব ‘অটোমেক-২০২৫’। চলতি মাসের ৮ ও ৯ আগস্ট অনুষ্ঠিত এ উৎসবে মোট ১১টি আকর্ষণীয় ইভেন্টের আয়োজন করা হয়। ইভেন্টগুলোর মধ্যে অন্যতম ছিল জনপ্রিয় অনলাইন গেম ভ্যালোরান্ট টুর্নামেন্ট।
প্রাথমিক পর্যায়ে ৩২টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। শনিবার (৯ আগস্ট) উত্তেজনাপূর্ণ লড়াই শেষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় আইইউটি ক্যাম্পাসে সরাসরি। ফাইনালে অংশগ্রহণকারী খেলোয়াড়রা লাইভ গেমপ্লের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হয় রেডউইংস আর রানার-আপ হয় এক্সপেডিশন৩৩।
আয়োজকরা জানান, টুর্নামেন্টে প্রযুক্তিগত সহায়তা প্রদান করে গিগাবাইট-অরোস। তারা উচ্চমানের কম্পিউটার সরবরাহের পাশাপাশি পূর্ণ সময়ের টেকনিক্যাল সাপোর্ট দেয়, যা প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রতিষ্ঠানটি দেশের বিভিন্ন ফেস্টে গেমিং আয়োজনেও নিয়মিত সহায়তা দিয়ে আসছে। যা গেমিংয়ের জন্য আর্শিবাদ।
ভ্যালোরান্ট টুর্নামেন্টের আয়োজক কমিটিতে ছিলেন গেমিং ইভেন্ট হেড মো. আবরার হোসেন, অর্গানাইজিং সেক্রেটারি আকন্দ আলম শাওন, গেমিং অ্যাসিস্ট্যান্ট হেড জোহায়ের মাহাতাব উল্ল্যাহ অনিন্দ্যসহ আরও ১২ জন সদস্য।
আয়োজকদের মতে, এ উৎসব শুধু প্রযুক্তি ও গেমিংপ্রেমীদের জন্যই নয়, বরং সমগ্র আইইউটি পরিবারের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। তাদের বিশ্বাস, ধারাবাহিকভাবে সহায়তা করলে বাংলাদেশে গেমিং আরও এগিয়ে যাবে।