শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন হলে বিজয় অর্জন হবে : চাকসু জিএস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্প্রীতির শিক্ষার্থী জোট। কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি-জিএসসহ মোট ২৬টি পদের মধ্যে ২৪টিতেই জয়লাভ করেছে প্যানেলটি। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে সপ্তম চাকসু নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন।
জিএস পদে নির্বাচিত সাঈদ বিন হাবিব বলেন, এই বিজয় শিক্ষার্থীদের বিজয়। শিক্ষার্থীরা যে আমানত রেখেছে, সেটির পরিপূর্ণ বাস্তবায়ন করতে সবার সহযোগিতা চাই। আমরা সেদিন বিজয় অর্জন করতে পারব, যেদিন শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে উচ্চতা সম্পন্ন ও আধুনিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে সকলকে নিয়ে কাজ করব।