রাকসুতে ভিপি-এজিএস শিবিরের, জিএস পেল আধিপত্যবিরোধী ঐক্য
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ভূমিধস বিজয় অর্জন করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট।’
আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকাল আনুমানিক ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ছয়টি মেয়েদের হলসহ মোট ১৭টি হলের ফলাফল ঘোষণা শেষে এ ফল ঘোষণা করা হয়।
ঘোষিত ফল অনুযায়ী, সহ-সভাপতি (ভিপি) ও সহকারী সাধারণ সম্পাদকসহ (এজিএস) অধিকাংশ পদেই শিবির-সমর্থিত প্রার্থীরা বিপুল ব্যবধানে এগিয়ে আছেন। তবে সাধারণ সম্পাদক (জিএস) পদে এগিয়ে আছেন ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের প্রার্থী ও সাবেক সমন্বয়ক সালাহউদ্দিন আম্মার।
রাতভর প্রকাশিত বিভিন্ন হলের প্রকাশিত ফলে দেখা যায়, ভিপি পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ১১ হাজার ৮১১ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ৩ হাজার ৩৯৭ ভোট। সাধারণ সম্পাদক (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’র প্রার্থী সালাহউদ্দিন আম্মার পেয়েছেন ১১ হাজার ৫৬৫ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শিবির-সমর্থিত ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭৫৭ ভোট।
এদিকে, এজিএস পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’র এসএম সালমান সাব্বির পেয়েছেন ৬ হাজার ৯৭১ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৬ হাজার ০৯১ ভোট।
প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক অধ্যাপক ড. এফ নজরুল ইসলাম ফল ঘোষণা শেষে বলেন, রাকসু নির্বাচন দীর্ঘ বিরতির পর শিক্ষার্থীদের অংশগ্রহণে এক উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শিক্ষার্থীদের সহযোগিতা ও দায়িত্বশীল আচরণে বিশ্ববিদ্যালয় প্রশাসন স্বস্তি প্রকাশ করেছে।