জবি ছাত্রদল নেতা হত্যার প্রতিবাদে কুবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনকে গলা কেটে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদল।
রোববার (১৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে মিছিল শুরু হয়ে দক্ষিণ মোড় প্রদক্ষিণ করে পুনরায় মূল ফটকে এসে শেষ হয়। এ সময় ছাত্রদলের নেতা কর্মীদের সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
মিছিলে নেতাকর্মীরা ‘বিচার বিচার বিচার চাই, জুবায়েদ হত্যার বিচার চাই’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’, ‘জুবায়েদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’, ‘ছাত্রদলের রক্ত বৃথা যেতে দেব না’, ‘জগন্নাথে লাশ পড়ে, ইন্টেরিম কী করে?’ ইত্যাদি স্লোগান দেন।
মিছিল শেষে কুবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাঈদুল ইসলাম শাওন বলেন, আমরা কি এমন একটি দেশের চিন্তা করেছিলাম, এমন একটি দেশের জন্য জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় নেমেছিলাম? একটি বাসযোগ্য এবং নিরাপদ বাংলাদেশের কথা চিন্তা করে আমরা ২৪এর আন্দোলন সফল করেছি। কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হয়, আজকে সাধারণ শিক্ষার্থী এবং দেশের কোনো জনগণ নিরাপদ নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য থেকে শুরু করে পারভেজ থেকে আজকে জগন্নাথের জুবায়েদ হত্যা। আমরা ইন্টেরিমকে বলতে চাই, আর একটি মায়ের কোল খালি হয় এবং আরেকটি ভাইয়ের রক্ত ঝরানো হয়, তাহলে এই সরকারকে আমরা আর এক ঘণ্টাও ক্ষমতায় থাকতে দেব না।
কুবি ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, আমাদের ভাই হত্যা হয়, আমাদের বোন হত্যা হয়, আমাদের বোনেরা নির্যাতিত হয়, ধর্ষিত হয়, কিন্তু ইন্টেরিম সরকার বিচার করতে পারে না। এই সরকারের কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই; এই সরকার আমাদেরকে নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যার দিকে পুরান ঢাকার একটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হোসাইনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য ছিলেন।