বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক দ্বিতীয় দিনের মতো অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী।
আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করেন। অবরোধের কারণে সড়কের দুই পাশে আটকা পড়ে অসংখ্য যানবাহন। ভোগান্তির মুখে পড়েন সড়ক ব্যবহারকারীরা।
খবর পেয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম ঘটনাস্থলে যান। আন্দোলনকারীদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ করলেও তারা উপাচার্য না যাওয়া পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়া ঘোষণা দেন।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, অন্যান্য বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য অন্তত ছয় মাস সময় দেওয়া হয়, তবে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার আগে মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে। তাঁরা যৌক্তিক সময় বিবেচনা করে লিখিত পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন।

জাহিদুর রহমান