বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ
৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ শিক্ষার্থীদের। ছবি : এনটিভি
৪৭তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় ঢাকা-ময়মনসিংহ রেললাইন অবরোধ করেছে শিক্ষার্থীরা। পরে তারা রেললাইনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে একাধিক ট্রেন। এতে যাত্রীরা চরম বিপাকে পড়েছেন।
এর আগে আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিল নিয়ে জব্বারের মোড়ে যায় শিক্ষার্থীরা। পরে সন্ধ্যার পর রেললাইনে টায়ারে আগুন ধরিয়ে বিক্ষোভ করে। এর আগে একই দাবিতে পরশু প্রায় আটঘণ্টা রেললাইন অবরোধ করে বিক্ষোভরত শিক্ষার্থীরা।
ময়মনসিংহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতার হোসেন রাতে এই খবর নিশ্চিত করেছেন।

আইয়ুব আলী, ময়মনসিংহ