চুয়াডাঙ্গায় নির্বাচনি সহিংসতায় আহত ৯
চুয়াডাঙ্গায় নির্বাচনি সহিংসতায় নয় জন আহত হয়েছেন। সদর উপজেলার তিতুদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এ সহিংসতার ঘটনা ঘটে। এ সময় নিজ নিজ কার্যালয় ভাংচুর হয়েছে বলে একে অপরকে দায়ী করেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী।
আহতদের মধ্যে চার জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এবং বাকিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নেন। তবে এ বিষয়ে থানায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফুল কবীর।
আগামী ৭ ফেব্রুয়ারি তিতুদহ ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর নয় দিন আগে সহিংসতার ঘটনা ঘটল। এরপর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনায় ওসি লুৎফুল কবীর জানান, এলাকার শান্তিশৃঙ্খলা রক্ষায় চারটি টহলদল মোতায়েন করা হয়েছে।