ফরিদপুর-২ উপনির্বাচনে সাজেদা চৌধুরীর ছেলে লাবু বিজয়ী
ফরিদপুর-২ আসনে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী সাজেদা চৌধুরীর ছেলে শাহদাব আকবর চৌধুরী লাবু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। ৬৮ হাজার ৮১২ ভোট পেয়ে তিনি বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত আন্দোলনের মোহাম্মদ জয়নুল আবেদীন বকুল মিয়া পেয়েছেন ১৪ হাজার ৮৭৮ ভোট।
জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, নির্বাচনে মোট ৮৩ হাজার ৬৯০ ভোট কাস্ট হয়েছে। সে হিসেবে শতকরা ২৬ দশমিক ২৭ শতাংশ ভোট প্রদান করেছেন ভোটাররা।
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে আজ শনিবার ভোটগ্রহণ শুরু হয় সকাল ৮টায়। বিকেল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) চলে ভোটগ্রহণ।
এ নির্বাচনে সদ্যপ্রয়াত সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর ছোট ছেলে শাহদাব আকবর লাবু চৌধুরীর সামনে বাধা হয়ে দাঁড়ায় বটগাছ। বটগাছ প্রতীকে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মো. জয়নুল আবেদীন বকুল মিয়া। বাংলাদেশ খেলাফত আন্দোলনের হয়ে লড়ছিলেন তিনি। অবশেষে ৫৩ হাজার ৯৩৪ ভোটে বকুল মিয়াকে হারিয়ে বিজয়ী হলেন লাবু চৌধুরী।
ফরিদপুরের নগরকান্দা ও সালথা উপজেলা এবং সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন নিয়ে গঠিত ফরিদপুর-২ আসন। সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে ১১ সেপ্টেম্বর ওই আসনটি শূন্য হয়। গত ২৬ সেপ্টেম্বর এ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আওয়ামী লীগের বিদ্রোহীসহ ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। বাছাইয়ের সময় দুজনের মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গত ১৯ অক্টোবর আওয়ামী লীগের বিদ্রোহীপ্রার্থী নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামাল হোসেন মিয়া ও জাতীয় পার্টির আলমগীর হোসেন মিয়া মনোনয়নপত্র প্রত্যাহার করেন।