মাশরাফীর ভালোবাসার টানে ভোলার রাজিব নড়াইলে প্রচারে
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনের প্রার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক, ওয়ানডে দলের সাবেক অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার প্রতি ভালোবাসার টানে ভোলার চরফ্যাশন থেকে নড়াইলে ছুটে এসেছেন পত্রিকা বিক্রেতা যুবক রাজীব।
গত (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইলে পৌঁছান এই ভক্ত। এখানে এসেই তিনি নিজেই মাশরাফীর প্রচার কেন্দ্র খুঁজে বের করেন। এরপর মাশরাফীর বাবা আর তার বন্ধু-বান্ধবদের সঙ্গেও দেখা করেন। শহরের চৌরাস্তায় নিজের ছাপানো লিফলেটও বিক্রি করছেন তিনি।
রাজীব বলেন, আমার যখন বয়স ১০ বছর, তখন থেকে ভাইয়ের (মাশরাফী) খেলা দেখি। আমার জীবনের শখ ছিল, ভাইয়ের সঙ্গে একবার দেখা করার। ভাইয়ের সঙ্গে দেখা করতেই আমি এসেছি। ভাইকে বিজয়ী করেই নড়াইল থেকে ফিরে যাব।
রাজিব আরও বলেন, মাশরাফী ভাইয়ের খেলা আমি অনেক পছন্দ করি। ভাই জনগণকে কাছে টেনে নেন। কোনো অহঙ্কার নেই। এসব দেখে আমি ছুটে এসেছি। এরপর ভাইয়ের বাসায় গেছি।
রাজিব জানান, নিজস্ব অর্থায়নে ১০ হাজার লিফলেট চরফ্যাশন থেকে ছাপিয়ে এনেছেন। তার ভাষ্য, প্লাস্টিকের একটি ব্যাংক কিনে সেখানে আমি প্রতিদিন ১০ টাকা ১৫ টাকা করে জমা করি। গত শনিবার ওই ব্যাংকটা ভেঙে আমার ১৭ হাজার টাকা হয়েছে। এরপর আমি প্রেসে যাই এবং মাশরাফী ভায়ের নির্বাচনে প্রচারের জন্য ১০ হাজার লিফলেট ছাপিয়ে নিয়ে এসেছি। ভাইয়ের ভক্ত সারা দেশেই আছে। আমি চরফ্যাশন থেকে ছুটে এসেছি ভাইয়ের ভালোবাসার টানে। আমাকে একবার যদি ভাইয়ের সঙ্গে দেখা করায় দেন, আমার জীবন ধন্য। টাকা দিয়ে ভালোবাসা বিক্রি হয় না।
এদিকে ভোলা থেকে আসা এই যুবক রাজিবের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাকে কিছু টাকাও দিয়েছেন মাশরাফীর বাবা, তবে সেই টাকা ওই যুবক নেননি। মাশরাফীকে ভালোবেসে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন তিনি।