আচরণবিধি লঙ্ঘনের লিখিত ব্যাখ্যা দিলেন মুন্সীগঞ্জ-২ আসনের নৌকার প্রার্থী
নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশের প্রেক্ষিতে আদালতে আইনজীবীর মাধ্যমে লিখিত ব্যাখ্যা দিয়েছেন মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি। আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে আসনটির নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক রাজীব হাসানের আদালতে আইনজীবীর মাধ্যমে লিখিত ব্যাখ্যা দেন তিনি। এদিকে, জেলা প্রশাসক কার্যালয়ে এক মতবিনিময় সভায় এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমিলি দাবি, করেন কোনো প্রকার নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করেননি তিনি।
এদিন একই আদালতে টঙ্গিবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী ওয়াহিদও হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার বিকেলে আসনটির ট্রাক প্রতীকের স্বতন্ত্রবপ্রার্থী সোহানা তাহমিনার পক্ষে নির্বাচন অনুসন্ধান কমিটির কাছে আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে অভিযোগ করেন অ্যাডভোকেট নাজমা আক্তার। এর প্রেক্ষিতে শুক্রবার কারণ দর্শানোর চিঠি দেওয়া হয় অভিযুক্ত প্রার্থীকে।
কারণ দর্শানোর বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি গত বৃহস্পতিবার অনুমতি ছাড়া, নির্বাচনি আইন ভঙ্গ করে মান্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে, টঙ্গিবাড়ী উপজেলা চেয়ারম্যান কাজী আবদুল ওয়াহিদসহ কয়েকশ নেতাকর্মীর জনসমাগম ঘটিয়ে নির্বাচনি সভা করেছেন, যা জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিকদল ও প্রার্থীর আচরণবিধিমালা-২০০৮ এর ৪ বিধি মোতাবেক নির্বাচন পূর্ব অনিয়ম। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কেন বিষয়টি নির্বাচন কমিশনের বরাবর সুপারিশ করা হবে না, তা ৩১ ডিসেম্বর রোববার আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়।