শ্রীনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ডে নারীর মৃত্যু

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট গ্রামের ১নং ওয়ার্ডের মিত্তেরহাটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছামেলা বেগম (৬৮) নামে এক বৃদ্ধা দগ্ধ হয়ে মারা গেছেন। গতকাল বুধবার (১৫ অক্টোবর) রাত ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ছামেলা বেগম দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় তিনি শয্যাশায়ী ছিলেন। দুর্ঘটনার সময় তার স্বামী আব্দুর রাজ্জাক ও পরিবারের অন্যান্য সদস্যরা মেয়ের বাড়ি অর্থাৎ শ্রীনগর উপজেলার টেক্কা মার্কেটে অবস্থান করছিলেন। হঠাৎ করেই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসত ঘরে আগুনের সূত্রপাত হয়। অসুস্থতার কারণে ছামেলা বেগম ঘর থেকে দ্রুত বের হতে পারেননি এবং আগুনে পুড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই অগ্নিকাণ্ডের ফলে আব্দুর রাজ্জাকের বসতবাড়িটি সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরুপণ করা যায়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা তা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত ঘটেছে।