নির্বাচনে লড়ছেন ১৯৭০ প্রার্থী, ভোটার প্রায় ১২ কোটি
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/03/ec-building_0_3_3.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ সংসদীয় আসনে ভোটের মাঠে লড়ছেন এক হাজার ৯৭০ জন প্রার্থী। তারমধ্যে দুটি রাজনৈতিক দলের এক হাজার ৫৩৪ জন প্রার্থী লড়াই করছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন ৪৩৬ জন। আজ বুধবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের নির্বাচনি শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।
রাজনৈতিক দলগুলো মধ্য প্রার্থী তালিকায় দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী ২৬৬ জন, জাতীয় পার্টি প্রার্থী ২৬৫, তৃণমূল বিএনপির প্রার্থী ১৩৫ জন, ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী ১২২ জন, বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী ৯৬ জন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ৩৯ জন, ইসলামী ঐক্যজোট ৪২ জন, কৃষক শ্রমিক জনতালীগের ৩০ জন, গণফোরাম ৯ জন, গণফ্রন্ট ২১জন, জাকের পার্টি ২১ জন, জাতীয় পার্টি জেপি ১৩ জন, জাতীয় সমাজ তান্ত্রিক দল (জাসদ) ৬৬ জন, বিকল্পধারার বাংলাদেশ ১০ জন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৫জন, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৬জন, বাংলাদেশ খেলাপত আন্দোলন ১১জন, বাংলাদেশ জাতীয় পার্টি ৫ জন, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৫৬ জন, বাংলাদেশ তরীকত ফেডারেশন ৩৮ জন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপ ৫ জন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট বিএনএফ ৪৫ জন, বাংলাদেশ মুসলিমলীগ ৪ জন, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৭৯ জন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৬৩ জন, বাংলাদেশ ওয়াকার্স পার্টি ২৬ জন, বাংলাদেশ সাম্যবাদী দল-এমএল ৪ জন, গণতন্ত্রী পার্টি ১০ জন।
এবারের নির্বাচনে নারী প্রার্থী হিসেবে রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে প্রতিদ্বন্দ্বিতা করছে ৯০ জন প্রার্থী। রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে ১৮ জন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জাতীয় পার্টি থেকে লড়ছেন সাতজন। স্বতন্ত্র নারী প্রার্থী হিসেবে ২৩ জন লড়ছেন আর ক্ষুদ্র নৃগোষ্ঠী অন্যান্য মিলে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।
এবার ২৯৯ সসংসদীয় আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে দুই লাখ ৬১ হাজার ৯১২টি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব মতে, এবার ১০ হাজার ৩০০টি কেন্দ্রে ঝুঁকিপূর্ণ হিসেবে তালিকা দেওয়া হয়েছে ইসিতে।
এবারের জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। গত ২ নভেম্বর সংসদ নির্বাচনের চূড়ান্ত ভোটারসংখ্যা প্রকাশ করে ইসি। সাংবিধানিক সংস্থাটির তথ্য বলছে, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ছয় কোটি সাত লাখ ৭১ হাজার ৫৭৯ জন। নারী ভোটার পাঁচ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ৮৫২।