বিএনপির প্রার্থীকে এমপির সমর্থনের অভিযোগ
নীলফামারীর জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলের বিরুদ্ধে বিএনপির প্রার্থীকে সমর্থনের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৬ এপ্রিল) উপনির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী নাসিব সাদিক হোসেন নোভা (নারিকেল গাছ) জেলা নির্বাচন অফিসার ও উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের নিকট লিখিতভাবে এ অভিযোগ দেন।
লিখিত অভিযোগে নাসিব সাদিক হোসেন নোভা বলেন, সাদ্দাম হোসেন পাভেল আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সংসদ সদস্য। তিনি জলঢাকা পৌরসভার মেয়র পদে উপনির্বাচনে উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটকে (রেল ইঞ্জিন) সমর্থন দিয়েছেন। সেই সঙ্গে ওই বিএনপি নেতাকে ভোট দেওয়ার জন্য ভোটারদের চাপ দিচ্ছেন। একজন এমপির এমন চাপ প্রয়োগের ফলে ভোটাররা ভোট প্রদানে উৎসাহ হারিয়ে ফেলছে। এতে আমার কর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও বিভ্রান্তি দেখা দিয়েছে।’
তাই তিনি এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন।
এ দিকে অভিযোগকারী বিষয়টি অবগতির জন্য অভিযোগের অনুলিপি নীলফামারী জেলা প্রশাসক, পুলিশ সুপার, জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) প্রেরণ করেছেন।
এ ব্যাপারে লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন জানান, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখা হচ্ছে।
উপনির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন, প্রয়াত সাবেক পৌর মেয়র উপজেলা কৃষকলীগের সভাপতি ইলিয়াস হোসেন বাবুলের ছেলে আওয়ামী লীগ সমর্থিত নাসিব সাদিক হোসেন নোভা ( নারিকেল গাছ), জলঢাকা উপজেলা বিএনপির সভাপতি ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট (রেল ইঞ্জিন) ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জলঢাকা উপজেলা শাখার আমীর ও বর্তমান জেলা কমিটির সুরা ও কর্মপরিষদ গবেষক সদস্য প্রভাষক সাদের হোসেন (মোবাইল ফোন)।
তবে দলের নির্দেশ অমান্য করে নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপি থেকে ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেটকে ২৪ এপ্রিল দলের সব পদপদবীসহ বিএনপি থেতে বহিষ্কার করা হয়।
উল্লেখ্য, চলতি বছরের ২০ জানুয়ারি জলঢাকা পৌর মেয়র ইলিয়াস হোসেন বাবুল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয় এবং উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও তিনজন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
আগামীকাল রোববার (২৮ এপ্রিল) ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। জলঢাকা পৌরসভায় মোট ভোটার ৩৭ হাজার ১৯১ জন। এর মধ্যে পুরুষ ১৮ হাজার ৭৭৪ ও নারী ভোটার ১৮ হাজার ৪১৬ জন।