দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নির্বাচিত যারা
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে দিনাজপুরের তিন উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলাগুলো হলো নবাবগঞ্জ, ফুলবাড়ী ও পার্বতীপুর। গতকাল বুধবার (৫ জুন) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারিভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
নবাবগঞ্জ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তাজওয়ার মোহাম্মদ ফাহিম নির্বাচিত হয়েছেন। তিনি ঘোড়া প্রতীকে ৪৯ হাজার ৯৩১ ভোট পেয়েছেন। আর ভাইস চেয়ারম্যান পদে মো. আইনুল হক চৌধুরী ২৬ হাজার ৫৪৭ ভোট এবং নারী ভাইস চেয়ারম্যান পদে মোসা. পারুল বেগম ২১ হাজার ২৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ফুলবাড়ী
ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আতাউর রহমান মিল্টন নির্বাচিত হয়েছেন। তিনি মটরসাইকেল প্রতীকে ৫৭ হাজার ৬৬২ ভোট পেয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে মামুনুর রশিদ ৩০ হাজার ৩০ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে শিউলি রানি বায় ৩৭ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
পার্বতীপুর
পার্বতীপুর উজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে হাফিজুল ইসলাম প্রামানিক নির্বাচিত হয়েছেন। তিনি আনারস প্রতীকে ৭১ হাজার ১৬৭ ভোট পেয়েছেন। এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে আমেরুল মোমেনিন ৫২ হাজার ৮৬৩ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সুলতানা নাসরিন ৫৬ হাজার ১৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।