কৃষি মন্ত্রণালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
কৃষি মন্ত্রণালয়ের দশম গ্রেডের উপসহকারী কৃষি কর্মকর্তা পদে লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। আজ রবিবার মোঃ নজরুল ইসলাম (পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) ও যুগ্মসচিব) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দ্বিতীয় শ্রেণির উপসহকারী কৃষি কর্মকর্তা বা উপসহকারী উদ্যান কর্মকর্তা বা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা বা উপসহকারী প্রশিক্ষক বা উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২২ মে। এতে অংশ নিবেন ৬ হাজার ৭১১ জন প্রার্থী। রাজধানীর পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠানে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বাছাই পরীক্ষায় উত্তীর্ণদের স্ব স্ব প্রবেশপত্র নিয়ে পরীক্ষায় অংশ নিতে হবে৷ কোনো প্রার্থীর প্রবেশপথ হারিয়ে গেলে বা নষ্ট হলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নিজস্ব ওয়েবসাইট www.bpsc.gov.bd অথবা টেলিটকের ওয়েবসাইট bpsc.teletalk.com.bd থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে