জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ
জনতা ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদে মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে৷ আজ সোমবার বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক ও বিএসসির সদস্য সচিব মোঃ সাঈদুর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত জনতা ব্যাংক লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার পদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল। এতে তিনটি শূন্য পদে নিয়োগের জন্য অংশ নিবেন ১৪ জন প্রার্থী। পরীক্ষাটি বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
মৌখিক পরীক্ষার জন্য পৃথকভাবে কোনো ইন্টারভিউ কার্ড ইস্যু করা হবে না৷ লিখিত পরীক্ষার প্রবেশপত্রই মৌখিক পরীক্ষার প্রবেশপত্র হিসেবে গণ্য হবে। প্রার্থীদের অবশ্যই কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে