ঢাকায় নিয়োগ দেবে ব্যাংক আলফালাহ
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/01/13/bank-alfalah.jpg)
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংক আলফালাহ লিমিটেড । ব্যাংকটিতে ‘বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (কন্ট্রাকচুয়াল) ’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম
বিজনেস ডেভেলপমেন্ট অফিসার (কন্ট্রাকচুয়াল )
যোগ্যতা
প্রার্থীকে যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় (ইউজিসি কর্তৃক অনুমোদিত) থেকে স্নাতক বা স্নাতকোত্তর পাস হতে হবে। পুরুষ এবং নারী উভয়েই আবেদন করতে পারবেন। দলে কাজ করতে হবে। উন্নয়ন করতে হবে। বিদ্যমান ও নতুন কাস্টমার এর সাথে উত্তম সম্পর্ক তৈরি করতে হবে।
মার্কেট অবস্থা বুঝতে হবে। ব্যবসা উন্নতি করতে হবে।
প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। কম্পিউটার ও উপস্থাপনা দক্ষতা থাকতে হবে। ইংরেজিতে দক্ষতা থাকতে হবে।
সংশ্লিষ্ট পূর্ব অভিজ্ঞতা ও মার্কেটিং/সেলসের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু অত্যাবশ্যক নয়।
কর্মস্থল
ঢাকা
বেতন
মাসিক নির্ধারিত বেতন ও কমিশন প্রদান করা হবে।
কোম্পানির সুযোগ-সুবিধাদি
প্রার্থীকে পারফরমেন্স বোনাস প্রদান করা হবে। বার্ষিক দুটি উৎসব ভাতা প্রদান করা হবে। আকর্ষণীয় ও কমপেনসেশন প্যাকেজ দেওয়া হবে মার্কেট ও প্রতিযোগিতা অনুসারে।
আবেদনের প্রক্রিয়া
আবেদনকারীকে অবশ্যই জীবনবৃত্তান্তের সাথে ছবি পাঠাতে হবে।
আগ্রহীরা জীবনবৃত্তান্ত পাঠাবেন afruja.akter@bankalfalah.com.bd অথবা মাই বিডিজবসের মাধ্যমে।
আবেদনের শেষ তারিখ
আবেদন করার শেষ তারিখ ১৩ জানুয়ারি, ২০২০।
সূত্র : বিডিজবস