নার্সিং-মিডওয়াইফারি ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
সরকারি এবং বেসরকারি নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। গতকাল বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার রাশেদা আক্তার স্বাক্ষরিত দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৬৭ হাজার ৭০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিএসসি ইন নার্সিং কোর্সে ৮ হাজার ৫৭৫ টি আসনের বিপরীতে উত্তীর্ণ হয়েছেন ২৮ হাজার ৮৮৫ জন, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ২৫ হাজার ৪০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৮৪৫ জন ভর্তিচ্ছু উত্তীর্ণ হয়েছেন।
তিনটি কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৬ হাজার ১৩৬ জন। মোট পাস করেছেন ৬৭ হাজার ৭০১ জন ভর্তিচ্ছু। মোট পাসের হার ৬০ দশমিক ৭০ শতাংশ।
ভর্তি সংক্রান্ত নির্দেশনা পরবর্তীতে (www.bnmc.gov.bd) ওয়েবসাইটে জানানো হবে৷
ফলাফল বিজ্ঞপ্তিতে