নিয়োগ দেবে পূবালী ব্যাংক, বেতন ২৯,২৫০ টাকা
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পূবালী ব্যাংক লিমিটেড। প্রতিষ্ঠানটিতে টেকনিশিয়ান (এয়ার কুলার) পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম
টেকনিশিয়ান (এয়ার কুলার)।
শিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এসএসসি অথবা সমমান পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। যেকোনো টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট/ সেন্টার থেকে ইলেকট্রিক্যাল/ রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিংয়ে ছয় মাসের ট্রেড কোর্স সার্টিফিকেট পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতাসহ এয়ার কুলার অপারেশন, রক্ষণাবেক্ষণ এবং ত্রুটি নির্ণয় ও মেরামতের ধারণা থাকতে হবে। অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।
বেতন
২৯,২৫০/-টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ সংক্রান্ত সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে। আবেদনকারীর জীবনবৃত্তান্তে নাম, পিতার নাম, মাতার নাম, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্মতারিখ, বয়স, জাতীয় পরিচয়পত্র নম্বর, মুঠোফোন নম্বর, শিক্ষাগত যোগ্যতার বিবরণ, ইলেকট্রিক্যাল/ রেফ্রিজারেশন/ এয়ার কন্ডিশনিং ট্রেডে প্রশিক্ষণের বিবরণ, টেকনিশিয়ান (এয়ার কুলার) পদে কাজের অভিজ্ঞতার বিবরণ, অন্যান্য যোগ্যতা, অভিজ্ঞতা (যদি থাকে), প্রার্থীর আত্মীয় নয় এমন দুজন পরিচিত ব্যক্তির নাম ও ঠিকানা উল্লেখ করতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: মহাব্যবস্থাপক, পূবালী ব্যাংক লিমিটেড, মানবসম্পদ বিভাগ, প্রধান কার্যালয়, ২৬ দিলকুশা বাণিজ্যিক এলাকা, ঢাকা-১০০০।
আবেদনের শেষ তারিখ
২১ আগস্ট, ২০২২।
সূত্র : পূবালী ব্যাংক ওয়েবসাইট।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে