স্নাতক পাসে ঢাকায় নিয়োগ দেবে ইস্টার্ন ব্যাংক
 
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইস্টার্ন ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটিতে ‘ট্রেইনি অফিসার’ পদে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম
ট্রেইনি অফিসার।
যোগ্যতা
প্রার্থীকে স্নাতক অথবা সমমান পাস হতে হবে। নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।
কর্মস্থল
ঢাকা (গুলশান)।
বেতন
৩১,০০০ টাকা।
আবেদন প্রক্রিয়া
আগ্রহী https://ebl.bdjobs.com/JobDetailNew.asp?W1oVq=HHHD আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা
২৮ আগস্ট ২০২৫
সূত্র : বিডিজবস

 
                   চাকরি চাই ডেস্ক
                                                  চাকরি চাই ডেস্ক
               
 
 
 
