২১৮ জনকে নিয়োগ দেবে কারিগরি শিক্ষা অধিদপ্তর
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। প্রতিষ্ঠানটিতে ১১ থেকে ২০তম গ্রেডের ২১৮টি পদে নিয়োগ দেবে। কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধিদপ্তরের অধীন টেকনিক্যাল টিচার্স ট্রেনিং কলেজ, পলিটেকনিক বা মনোটেকনিক ইনস্টিটিউটগুলো ও আঞ্চলিক পরিচালকের কার্যালয়গুলোয় এসব নিয়োগ দেওয়া হবে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারেন।
পদের নাম
ফার্মাসিস্ট, হিসাবরক্ষক, উচ্চমান সহকারী, ইউডিএ কাম ডাটা প্রসেসর, হিসাবরক্ষক, কোষাধ্যক্ষ, সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, লাইব্রেরিয়ান, কম্পাউন্ডার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, স্টোরকিপার (সার্ভে), ডাটা প্রসেসর, এলডিএ কাম ডাটা প্রসেসর, হিসাব সহকারী, এলডিএ কাম ক্যাশিয়ার, এলডিএ কাম টাইপিস্ট, সহকারী লাইব্রেরিয়ান কাম ক্যাটালগার, ক্যাশ সরকার, স্কিল্ডম্যান ও অফিস সহায়ক।
পদ সংখ্যা
২১৮টি
বয়সসীমা
১ নভেম্বর ২০২৫ তারিখে ১৮ থেকে ৩২ বছর হতে হবে। ৭, ১০ ও ১৬ নম্বর পদের ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি
১ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১৮ টাকাসহ মোট ১৬৮ টাকা। ২ থেকে ১৭ নম্বর পর্যন্ত পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা। ১৮ থেকে ২০ নম্বর পর্যন্ত ও সব পদের অনগ্রসর নাগরিক প্রার্থীদের ক্ষেত্রে পরীক্ষার ফি ৫০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা। আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
আবেদন শুরু
১৩ নভেম্বর ২০২৫, সকাল ১০টা।
আবেদন প্রক্রিয়া
পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণ করতে পারবেন। বিজ্ঞপ্তিটি সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ
৩ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা।

চাকরি চাই ডেস্ক