বগুড়ায় জেএমবির চার সদস্য আটক : ডিবি
বগুড়া শহরের ছিলিমপুর এলাকায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) চার সদস্যকে আটক করা হয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাঁদের আটক করা হয়।
urgentPhoto
আটক চারজন হলেন—বগুড়ার গাবতলী থানার পারকাঁকড়া গ্রামের ফজলে রাব্বী (৫৮) ও আহম্মাদ সাইফুল্লাহ সাদিক (১৯) এবং বগুড়া সদর থানার ছিলিমপুর উত্তরপাড়া এলাকার ওসামা বিন আনিছ (১৯) ও ইমামুস সাকলাইন রিহান (২৩)।
বগুড়া ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাঁর নেতৃত্বে পুলিশের একটি দল ছিলিমপুর উত্তরপাড়ায় অভিযান চালায়। ওই সময় আনিছের বাড়িতে গোপন বৈঠক চলছিল। পুলিশ সেখানে গেলে জেএমবির সদস্যরা পালানোর চেষ্টা করে। ওই সময় চার জেএমবির সদস্যকে আটক করা হলেও বাকিরা পালিয়ে যায়।
আমিনুল ইসলাম আরো জানান, আটক চারজন দীর্ঘদিন ধরে জেএমবির বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জিজ্ঞাসাবাদে জানিয়েছে।