শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত
প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত, তাদের বিপক্ষে জিতলেই কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এমন সমীকরণের ম্যাচে সহজেই জয় তুলে নিয়েছে লাল-সবুজের দলের যুবারা। ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ৯ উইকেটে জিতেছে বাংলাদেশ।
এই জয়ের সুবাদে শেষ আটে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। চার গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা পেয়েছে কোয়ার্টার-ফাইনালে। বাংলাদেশের সঙ্গে শেষ আটে আরও উঠেছে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কা।
শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে ম্যাচটি। আর ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও আফগানিস্তান, পাকিস্তান ও অস্ট্রেলিয়া কোয়ার্টার ফাইনালে লড়বে।
ম্যাচে আগে ব্যাট করে আরব আমিরাত ১৪৮ রানে ইনিংস গুটিয়ে নেয়। বৃষ্টির কারণে ৩৫ ওভারে ১০৭ রানের লক্ষ্য পায় বাংলাদেশ। সহজেই এই লক্ষ্যে পৌঁছে যায় গতবারের চ্যাম্পিয়নরা।
ছোট লক্ষ্য তাড়ায় বাংলাদেশের দুই ওপেনার মফিজুল ইসলাম ও ইফতেখার হোসেন ভালো খেলেন। ৭০ বলে ৩৭ রান করে ইফতেখার সাজ ঘরে ফেরেন। এর পরই ম্যাচে হানা দেয় বৃষ্টি। আবার যখন খেলা মাঠে গড়ায়, বাংলাদেশের পরিবর্তিত লক্ষ্য দাঁড়ায় ৩৫ ওভারে ১০৭ রান। এ লক্ষ্যে পৌঁছাতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। ২৫তম ওভারের পঞ্চম বলে চার মেরে খেলা শেষ করেন মফিজুল। দলকে জিতিয়ে তিনি মাঠ ছেড়েছেন ৬৯ বলে ৬৭ রানে অপরাজিত থেকে।
সংক্ষিপ্ত স্কোর
আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দল : ৪৮.১ ওভারে ১৪৮ (সতিশ ২, স্মিথ ২, পারাশার ৩৩, আলিশান ২৩, মেহরা ৪৩, আয়ান ১১; আশিকুর ৮-২-১৪-২, তানজিম ১০-২-৩২-২, রকিবুল ১০-০-৩৭-১, রিপন ৯.১-০-৩১-৩, আরিফুল ৩-০-৭-১)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল : (৩৫ ওভারে লক্ষ্য ১০৭) ২৪.৫ ওভারে ১১০/১ (মাহফিজুল ৬৪*, ইফতিখার ৩৭, নাবিল ৫)।
ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।