শচীনের প্রিয় তারকা কে, মেসি না রোনালদো?
বর্তমান সময়ে বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। দুজনের মধ্যে সেরা কে, সমর্থকদের মধ্যে তা নিয়ে বিস্তর আলোচনা হয়ে থাকে। একই ধরনের প্রশ্ন করা হয়েছিল ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। তাঁর দৃষ্টিতে কে সেরা?
মার্কিন সাংবাদিক গ্রাহাম বেনসিঙ্গারের ইউটিউব চ্যানেল ‘ইন ডেপথ’-এ শচীন বলেন, ‘মেসির সঙ্গে আমার দারুণ মিল রয়েছে।’
ভারতের মানুষের কাছে ক্রিকেট কেমন, এমন প্রশ্নের জবাবে সাবেক এই তারকা ক্রিকেটার বলেন, ‘ব্রাজিলের মানুষের কাছে ফুটবল যা, তার ১০ গুণ ভারতের মানুষের কাছে ক্রিকেট।’
শচীনের ছেলে অর্জুন টেন্ডুলকার, বয়সভিত্তিক ক্রিকেট খেলেন। এবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে তাঁকে কিনেছে মুম্বাই ইন্ডিয়ানস। তবে ছেলের খেলা দেখতে কখনও মাঠে যান না বাবা শচীন।
আন্তর্জাতিক ক্রিকেটে ১০০টি সেঞ্চুরির মালিক শচীন বলেন, ‘বাবা-মা সন্তানের খেলা দেখতে গেলে তারা ওপর চাপে পড়ে যায়। এ কারণে আমি অর্জুনের খেলা দেখতে যাই না। আমি চাই সে নিজের মতো করে খেলুক, তার ওপর বাড়তি চাপ না পড়ুক। কখনো তার খেলা দেখতে গেলেও, লুকিয়ে লুকিয়ে দেখতে যাই। অর্জুন ও তার কোচরাও জানতে পারে না।’
ভারতীয় এই কিংবদন্তি ক্রিকেটার আরো বলেন, ‘আমি নিজেও চাইতাম না, আমার পরিবারের কেউ আমার খেলা দেখতে মাঠে যাক। আমার শেষ ম্যাচ দেখতে মাঠে গিয়েছিলেন মা। এর আগে কখনো আমার খেলা মাঠে বসে দেখেননি মা, সব খেলা টিভিতে দেখতেন।’