পতাকা উত্তোলনের ৫০ বছরে কুষ্টিয়ায় পতাকা শোভাযাত্রা
কুষ্টিয়ায় নানা আয়োজনে পালিত হলো স্বাধীনতার পতাকা উত্তোলনের ৫০ বছর। এ উপলক্ষে আজ বুধবার বিকেলে কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বর থেকে একটি বর্ণাঢ্য পতাকা শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের এন এস রোড প্রদক্ষিণ শেষে কুষ্টিয়া পাবলিক লাইব্রেরি মাঠে গিয়ে শেষ হয়। এরপর পতাকা উত্তোলন করেন ১৯৭১ সালে প্রথম পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল জলিল। দীর্ঘ ৫০ বছর পর আবারও জাতীয় পতাকা উত্তোলন করতে পেরে আবেগ আপ্লুত হয়ে পড়েন তিনি। পরে রোটারি গ্যালারিতে আলোচনা সভা হয়। আলোচনা সভার শুরুতে বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
অরণী সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়ার আয়োজনে ও সংগঠনের সভাপতি সুশান্ত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন লেখক ও গবেষক অ্যাডভোকেট লালিম হক, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল জলিল, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কুষ্টিয়া সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আক্তারুজ্জামান মাসুম, রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. জহুরুল ইসলাম, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ কুষ্টিয়া শাখার সভাপতি মোফাজ্জেল হোসেন, কুষ্টিয়া জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, কুষ্টিয়া আবৃত্তি পরিষদের সভাপতি আলম আরা জুঁই প্রমুখ।
আলোচনা সভা শেষে ১৯৭১ সালের ২৩ মার্চ কুষ্টিয়ায় স্বাধীনতার পতাকা উত্তোলনে বীরত্বপূর্ণ ভূমিকা রাখায় ১০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।