মুন্সীগঞ্জে অটোরিকশাচালকের লাশ উদ্ধার
মুন্সীগঞ্জ শহরের কাটাখালী এলাকায় মো. নেওয়াজ শরীফ (২৫) নামের এক অটোরিকশাচালকের মৃতদেহ পাওয়া গেছে।
আজ শুক্রবার বেলা ১২টার দিকে স্থানীয় লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ মৃতদেহসহ অটোরিকশাটি উদ্ধার করে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, কাটাখালী এলাকাসংলগ্ন রাস্তার পাশের খাল থেকে নেওয়াজের মৃতদেহ উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন।
নিহত নেওয়াজ শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মৃত মো. শহিদুল্লাহ শরীফের ছেলে।