কুষ্টিয়ায় অপহরণের ৪ দিন পর মাদ্রাসাছাত্র উদ্ধার
কুষ্টিয়ায় অপহরণের চারদিন পর মাদ্রাসাছাত্র নাঈমকে উদ্ধার করেছে র্যাব-১২। আজ বৃহস্পতিবার দুপুরে মিরপুর উপজেলার পোড়াদহ থেকে তাকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২-এর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইলিয়াস খান বলেন, পরিবারের মাধ্যমে অপহরণকারীদের দাবি করা টাকা দেওয়ার প্রলোভন দিলে তারা টাকা নেওয়ার জন্য পোড়াদহ এলাকায় আসে। আমরা মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে ঘটনাস্থলে পৌঁছাই। আমাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা নাঈমকে ফেলে রেখে পালিয়ে যায়। আমরা সেখান থেকে নাঈমকে উদ্ধার করি। বর্তমানে নাঈম সুস্থ আছে। আসামিদের ধরতে অভিযান চলছে।
উল্লেখ্য, গত ২৭ মার্চ বিকেলে কুষ্টিয়া শহরতলীর জুগিয়া মাঠপাড়া গ্রামের দিন মজুর মিল্টন শেখের ছেলে লাল মোহাম্মদ হাফেজিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী মো. নাঈম (১৩) নিখোঁজ হয়। এরপর তাকে কোথাও খুঁজে না পেয়ে পরের দিন ২৮ মার্চ কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি করেন নাঈমের মা নাছরিন খাতুন। তবে নিখোঁজের পর থেকেই মোবাইল ফোনের মাধ্যমে লাখ টাকা মুক্তিপণ দাবি করে পরিবারের কাছে ফোন করে আসছিল অপহরণকারীরা।