২০ দলীয় জোট ছাড়ল ইসলামী ঐক্যজোট
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট ছাড়ার ঘোষণা দিয়েছে ইসলামী ঐক্যজোট। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘোষণা দেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আবদুল লতিফ নেজামী। বার্তা সংস্থা ইউএনবি এ খবর দিয়েছে।
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটির ত্রিবার্ষিক সম্মেলনে এ ঘোষণা দেওয়ার সময় আবদুল লতিফ নেজামী বলেন, ‘আমাদের ২০ দলের সঙ্গে আর কোনো সম্পর্ক নেই।’
নিজেদের দলকে আরো শক্তিশালী করা এবং আরো বেশি সময় দেওয়ার জন্যই তারা ২০-দলীয় জোট ছেড়েছেন বলে জানান নেজামী। তিনি বলেন, রাজনৈতিক ক্ষেত্রে ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনীয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। ইসলামী ঐক্যজোট এখন নিজেদের সাংগঠনিক তৎপরতার প্রতি মনোযোগী হবে।
নেজামী অবিলম্বে জাতীয় নির্বাচনের দাবি জানিয়ে বলেন, আগামী সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোট ৩০০ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করবে।