ঢাকা বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ঘটনায় সিপিবি’র নিন্দা
ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক সন্ত্রাসী ঘটনা, ছাত্রী নির্যাতন, ছাত্রদল এবং সাংবাদিকদের ওপর হামলা ও সর্বশেষ সুপ্রিম কোর্ট চত্বরে ছাত্রলীগের তাণ্ডবের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কমরেড মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক কমরেড রুহিন হোসেন প্রিন্স।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের পরেও জনগণের আকাঙ্খাকে ম্লান করে রাজনৈতিক সরকারগুলো শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নিজেদের নিয়ন্ত্রণে রেখে বধ্যভূমিতে রূপান্তরিত করেছে।’
বিবৃতিতে বলা হয়, ‘সব সরকারের আমলে এগুলো ঘটলেও পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। প্রশাসন নগ্ন হয়ে সরকারি দলের প্রতি আনুগত্য প্রদর্শন করছে। এর ফলে ক্যাম্পাসে সহাবস্থানের আকাঙ্খার বিপরীতে একক কর্তৃত্ব পোক্ত হচ্ছে। আমরা এই অবস্থার অবসান চাই।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘ক্ষমতার পালা বদলের সঙ্গে সঙ্গে ক্যাম্পাস দখলের ও শিক্ষার্থীদের ওপর কর্তৃত্ব, জোরজবরদস্তির যে ধারা গড়ে উঠেছে তার অবসান চাই। আমরা সুপ্রিম কোর্টের ভেতরে সরকারি দলের তাণ্ডব সৃষ্টির নিন্দা করি।’
বিবৃতিতে নেতৃবৃন্দ গত কয়েকদিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা ঘটছে তার নিরপেক্ষ তদন্ত দাবি জানান।