অতিরিক্ত ডিআইজি হলেন ৪৩ জন
পুলিশ সুপার (এসপি) থেকে পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়েছেন পুলিশের ৪৩ জন কর্মকর্তা। আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর উপসচিব ধনঞ্জয় কুমার দাসের সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এই আদেশ নতুন কর্মস্থলে যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর সরাসরি বা ই-মেইলের মাধ্যমে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নতুন কর্মস্থলে যোগদানের বিষয়ে চিঠি পাঠাতে হবে।
যারা পদোন্নতি পেলেন
মো. মাসুদ করিম, এজাজ আহমেদ, মো. আনিছুর রহমান, মো. ইকবাল, মো. আশরাফুল ইসলাম, মোহা. মনিরুজ্জামান, খো. ফরিদুল ইসলাম, ড. মো. আব্দুস সোবাহান, টুটুল চক্রবর্তী, মোহামম্দ হাসান বারী নূর, একেএম মোশাররফ হোসেন মিয়াজী, মো. আব্দুর রাজ্জাক, মো. আলমগীর কবীর, মো. মনিরুজ্জামান, মোছা. ফরিদা ইয়াসমিন, বেগম হাসিনা রহমান, বেগম রেবেকা সুলতানা, বেগম শাহীনা আমিন, বেগম রুমানা আক্তার, বেগম কানিজ ফাতেমা, বেগম সুলতানা নাজমা হোসেন, মো. জোবায়েদুর রহমান, বেগম ফরিদা ইয়াসমিন, মো. হামিদুল আলম, মো. জালাল উদ্দিন আহমেদ চৌধুরী, মো. হুমায়ুন কবীর, মো. রশীদুল হাসান, তোফায়েল আহাম্মদ, সঞ্জয় কুমার কুণ্ডু, মো. নিজামুল হক মোল্ল্যা, এসএম এমরান হোসেন, মুহাম্মদ সাইদুর রহমান খান, সাইফুল্লাহ আল মামুন,খান মুহাম্মদ রেজোয়ান, মো. আসাদ উল্লাহ চৌধুরী, মো. আমির জাফর, মো. সাজিদ হোসেন, বিধান ত্রিপুরা, বেলাল উদ্দিন, নরেশ চাকমা, ড. একেএম ইকবাল হোসেন, মো. জিয়াউল হক ও মো. মাফরুকুর রহমান খালেদ।