নির্দেশনার অপেক্ষা না করে আন্দোলনে নেমে পড়ুন : আমীর খসরু
‘আগামী মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘যদি আন্দোলন সফল করতে চান, তাহলে নেমে পড়ুন। কার কী পদবি, এটা লক্ষ্য করার দরকার নেই। কারও নির্দেশের প্রয়োজন নেই, আপনি নেমে পড়লে পাশের মানুষ আপনার সঙ্গে যোগ দেবে।’
বাংলাদেশ জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় আজ বুধবার আমীর খসরু এসব কথা বলেন।
নেতাকর্মীদের উদ্দেশে আমীর খসরু বলেন, ‘আগামী মাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, আন্দোলনকে কীভাবে সফল করা যায়, আপনাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, পাড়া-প্রতিবেশি সবাইকে নিয়ে আমরা যাতে আন্দোলনকে সম্পৃক্ত করতে পারি, সেই প্রচেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে।’
খসরু বলেন, ‘যার যার অবস্থান থেকে বেড়িয়ে আসতে হবে। মুক্তি সংগ্রাম কারও একার না, দেশের ১৮ কোটি মানুষের।’
বিএনপির এই নেতা বলেন, ‘সরকারের মধ্য থেকে যারা এ কার্যক্রম করার চেষ্টা করছে— ভোট চুরির, ক্ষমতা দখল করার; নির্বাচন কমিশনসহ সবার ওপর জনগণ তীক্ষ্ণ দৃষ্টি রাখছে।’
আমীর খসরু বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ও অসুস্থ নেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার বিষয়টি এদেশের মানুষের কাছে কেস স্টাডি হয়ে থাকবে।’
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এসএম মারুফ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সহপ্রচার সম্পাদক শামিমুর রহমান শামীম, বিএনপির কেন্দ্রীয় নেতা শাহজান মিয়া সম্রাট, কৃষকদলের যুগ্ম-সম্পাদক কৃষিবিদ মেহেদী হাসান পলাশ, অ্যাবের নেতা কৃষিবিদ ছানোয়ার হোসেন প্রমুখ।