নেপালের আশা বাঁচিয়ে রাখা জয়
প্রথম ম্যাচে তারা রুখে দিয়েছিল মালয়েশিয়াকে। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে তাদের লড়াই শেষ হয়েছিল গোলশূন্য সমতায়। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে পুরো তিন পয়েন্ট পেয়েছে নেপাল। শ্রীলঙ্কাকে হারিয়ে নেপালিরা সেমিফাইনালে খেলার আশাও জিইয়ে রেখেছে।
বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে নেপাল ১-০ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। ম্যাচের চতুর্থ মিনিটে ডিফেন্ডার রবিন শ্রেষ্ঠার ক্রস থেকে বাঁ পায়ের চমৎকার প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ফরোয়ার্ড বিমল ঘারতি মাঘার। শ্রীলঙ্কার গোলরক্ষক নুয়ান অনুরাসিরি কিছু বুঝে ওঠার আগেই বল চলে যায় জালে। শেষ পর্যন্ত এই গোলটিই গড়ে দিয়েছে ম্যাচের ভাগ্য।
এই জয়ের সুবাদে দুই ম্যাচ থেকে নেপালের সংগ্রহ চার পয়েন্ট। ‘এ’ গ্রুপে তারাই আপাতত সবার ওপরে। এক ম্যাচে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ জাতীয় দল আছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে মালয়েশিয়ার অবস্থান তৃতীয়।
টানা দ্বিতীয় ম্যাচ হেরে যাওয়ায় সেমিফাইনালের আশা শেষে হয়ে গেছে শ্রীলঙ্কার। প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৪-২ গোলে হেরেছিল তারা।
সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জাতীয় দল খেলবে মালয়েশিয়ার বিপক্ষে।