গজারিয়ায় ট্রাকচালকের গলাকাটা লাশ উদ্ধার
মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রবিউল ইসলাম নামে এক ট্রাকচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে চালকের সহকারী আশরাফুল বাবুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। বাবু বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আজ শুক্রবার সকালে গজারিয়ার বাউশিয়া এলাকার উজানভাটি হোটেলের সামনে থেকে নিহত রবিউলের লাশ ও আহত আশরাফুলকে উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে তাঁদের ট্রাকটিও উদ্ধার করেছে পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, আশুলিয়া থেকে চালভর্তি ট্রাকটিকে গতকাল বৃহস্পতিবার গভীর রাত ৩টার দিকে ছিনতাই করে দুর্বৃত্তরা। এরপর ট্রাকের চালক রবিউল ইসলাম (৩৫) ও তাঁর সহকারী আশরাফুল বাবুকে (২২) গলা কেটে হত্যা করার চেষ্টা করে দুর্বৃত্তরা। রবিউল মারা গেলেও আশরাফুল বেঁচে যান। পরে দুর্বৃত্তরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ার বাউশিয়া এলাকায় ট্রাকটি রেখে পালিয়ে যায়।
ওসি হেদায়েতুল ইসলাম ভূঁইয়া জানান, ওই ট্রাকে ৩৮১ বস্তা চাল ছিল বলে জানা গেছে, যা দুর্বৃত্তরা লুট করে নিয়ে গেছে।