নীলফামারীতে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/07/30/shatkhira_thunder.jpg)
প্রতীকী ছবি
নীলফামারীতে পৃথক দুটি স্থানে বজ্রাঘাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। আজ শনিবার দুপুরে কচুকাটা ও চাঁদেরহাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কচুকাটা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মোকছেদুল ইসলাম (৫৫) ও রামনগর ইউনিয়নের চাঁদেরহাট আদর্শপাড়া গ্রামের রেদওয়ানুল হক (২২)।
স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় চারা রোপণের জন্য জমি চাষ করছিলেন মোকছেদুল এবং চাঁদেরহাট এলাকায় সেচনালা তৈরি করছিলেন রেদওয়ানুল। এ সময় সেখানে বজ্রপাত হলে তারা ঘটনাস্থলে মারা যান।
নীলফামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহায়তায় লাশ দুটি ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।