নরসিংদীতে জেএমবি সদস্য গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন এক সদস্যকে নরসিংদীর মাধবদী থেকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. আফজাল হোসেন ওরফে লিমন (৩৮)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে এটিইউ।
এটিইউর জানায়, আফজাল জেএমবির রংপুর বিভাগের সামরিক শাখার প্রধান জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। এটিইউ বলছে, আফজাল জেএমবির সক্রিয় সদস্য। একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তিনি ছয় বছর ধরে পালিয়ে ছিলেন।
এটিইউয়ের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান বলেন, ‘আফজাল ২০১৬ সালের ১১ ফেব্রুয়ারি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার বুজরুক বোয়ালিয়া শিল্পপাড়া এলাকায় জেএমবির কতিপয় সদস্যদের নিয়ে গোপন বৈঠকে মিলিত হয়েছিলেন।’
জানা গেছে, নাশকতামূলক কার্যক্রম চালানোর উদ্দেশ্য নিয়ে তাঁরা বৈঠকে জড়ো হয়েছিলেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পেরে গোবিন্দগঞ্জ থানার পুলিশ অভিযানে যায়। পুলিশি অভিযানের মুখে আফজাল পালিয়ে যান। এ ঘটনায় মামলা হয়। মামলায় তাঁকে পলাতক দেখানো হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন।
এটিইউয়ের এই পুলিশ সুপার বলেন, ‘আফজাল ২০১৪ সাল থেকে গাইবান্ধা জেলা জেএমবির দাওয়া শাখার প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি জেএমবির নেতা রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ২০১৬ সালে চট্টগ্রামে গিয়ে নাশকতার পরিকল্পনা করেছিলেন। পুলিশ বলছে, রাজধানীর গুলশানের হোলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন রাজীব গান্ধী। ২০১৭ সালে তাঁকে টাঙ্গাইল থেকে গ্রেপ্তার করা হয়।’
এটিইউ জানায়, তারা দীর্ঘদিন ধরে আফজালকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে একটি মোবাইল উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’