নিষেধাজ্ঞার সঙ্গে তুখেলকে জরিমানা, পার পাননি কন্তেও
স্টামফোর্ড ব্রিজে গত রোববার রাতে চেলসি বনাম টটেনহ্যামে ম্যাচে মাঠে যতটা না উত্তেজনা ছড়িয়েছে তারচেয়ে বেশি ছড়িয়েছে ডাগআউটে। দুই দলের কোচ টুমাস তুখেল ও অ্যান্তোনিও কন্তে দুজনেই মেজাজ হারিয়ে ফেলেন। এমনকি দুজন জড়িয়ে যান হাতাহাতিতে। উত্তাপ ছড়িয়ে শেষ পর্যন্ত ওইদিন লাল কার্ড দেখেছেন চেলসি ও টটেনহ্যামের কোচ।
ঝামেলার পাঁচদিন পর আজ এলো শাস্তির ঘোষণা। তবে শাস্তি বেশি পেয়েছেন চেলসি কোচ টমাস তুখেল। তাঁকে নিষেধাজ্ঞা ও জরিমানা দুটোই করা হয়েছে। অন্যদিকে কন্তেকে শুধু জরিমানা করা হয়েছে।
বিদেশি সংবাদমাধ্যমগুলোর খবর অনুসারে, তুখেলকে শাস্তি হিসেবে এক ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেই সঙ্গে জরিমানা করা হয়েছে ৩৫ হাজার পাউন্ড। অন্যদিকে কন্তেকে জরিমানা করা হয়েছে ১৫ হাজার পাউন্ড।
তবে এই রায় কার্যকর করার আগে আপিল করার সুযোগ দেওয়া হয়েছে। এর মধ্যে নিজেদের শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবেন। ফলে আগামীকাল প্রিমিয়ার লিগে লিডসের বিপক্ষে ম্যাচে ডাগআউটেই থাকতে পারবেন তুখেল।
গত রোববার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে রুদ্ধশ্বাস জাগানো ম্যাচটি শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র হয়েছে। চেলসির হয়ে দুই গোল করেছেন কালিদু কলিবালি ও রিস জেমস। আর টটেনহ্যামকে দুবার সমতায় ফেরানোর গোলগুলো করেছেন পিয়েরে-এমিল হয়বার্গ ও হ্যারি কেইন।
দুই কোচের মধ্যকার প্রথম ঝামেলা শুরু হয় ৬৮তম মিনিটে। যখন পিয়েরে-এমিল হয়বার্গের গোলে সমতায় ফেরে টটেনহ্যাম। তখন উদযাপন করতে গিয়ে খেপে ওঠেন টটেনহাম কোচ কন্তে। তখন টমাস তুখেলের সঙ্গে প্রায় হাতাহাতি লেগে যাচ্ছিল তাঁর। এরপর বাকিরা এসে সরিয়ে নেন দুজনকে।
এরপর আবারও দুজন হাতাহাতিতে জড়ান। সেটা হয় শেষ বাঁশি বাজার পর। ম্যাচ যখন শেষ পর্যন্ত ড্র হয় তখন কিছুটা মেজাজ হারান চেলসি কোচ। ওই সময় হাত মেলাতে গিয়ে আবার লেগে যায় কন্তে-টুখেলের। দুজনকে ছাড়াতে এগিয়ে আসতে হয় দুই দলের কোচিং স্টাফ ও রেফারিদের। শেষ পর্যন্ত দুজনকেই লাল কার্ড দেখান রেফারি।