ঘুষ নেওয়ার সময় দুদকের হাতে আটক শিক্ষা অফিসের অফিস সহকারী
শিক্ষকের কাছ থেকে ১৬ হাজা টাকা ঘুষ নেওয়ার সময় দুর্নীতি দমন কমিশন-দুদক এর হাতে গ্রেপ্তার হয়েছেন রংপুরের সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম। সোমবার (১৭ অক্টোবর) দুপুরে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে দুদক।
দুর্নীতি দমন কমিশন-দুদকের রংপুর সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক হোসাইন শরীফ জানান, রংপুর মহানগরীর পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু শামীমসহ ৮ শিক্ষক তাদের কাছে অভিযোগ করেন, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী শহিদুল ইসলাম তাদের বেতন বৃদ্ধি ও ইনক্রিমেন্ট পাবার ব্যাপারে ১ লাখ টাকা ঘুষ দাবি করেছেন। টাকা না দেওয়ায় তাদের মাসের পর মাস ধরে ঘোরানো হচ্ছে। পরবর্তীতে ২ হাজার করে টাকা দাবি করেন ওই অফিস সহকারী। এরই প্রেক্ষিতে শিক্ষকদের কাছ থেকে খবর পেয়ে সোমবার সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে ছদ্মবেশে অবস্থান নেয় দুদকের একটি দল। এসময় শিক্ষক আবু শামীমসহ ৮ শিক্ষক অফিস সহকারী শহিদুল ইসলামের কক্ষে গিয়ে তাকে ১৬ হাজার টাকা ঘুষ দেন। এসময় টাকা গ্রহণ করে গুণতে থাকলে দুদকের ইনফোর্সম্যান্ট টিমের সদস্যরা অফিস সহকারি শহিদুলকে আটক করেন।
দুদুকের এই কর্মকর্তা আরও জানান, আমরা শহিদুল ইসলামকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে আটক করেছি। তার বিরুদ্ধে দুদক আইনে মামলা দায়ের করে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকার কথা জানিয়ে তিনি বলেন, ‘সরকারি কোন অফিসে কেউ ঘুষ চাইলে দুদককে জানাবেন।’