আলোর ‘অপর্যাপ্ততা’য় ‘অভিজিৎ দুর্ঘটনা’
বিজ্ঞানবিষয়ক লেখক ও মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিৎ রায় হত্যাকাণ্ডকে দুর্ঘটনা হিসেবে উল্লেখ করেছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তাঁর মতে, আলোর স্বল্পতায় ওই ‘দুর্ঘটনা’ ঘটেছে।
সে জন্য এবারের বইমেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা করার জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার।
আজ শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনে পরিচ্ছন্ন বছর ২০১৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ডিএমপি কমিশনার এই বক্তব্য দেন। এ সময় মেয়র সাঈদ খোকন পরিচ্ছন্ন নগর গড়ে তুলতে ঢাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। পাশাপাশি পর্যায়ক্রমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ হাজার এলইডি লাইট লাগানো হবে জানান মেয়র।
ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেন, ‘অভিজিৎ গতবার যে দুর্ঘটনা ঘটল, এখানে আমার অবজারভেশন হলো রাস্তায় কিছু আলোর অপর্যাপ্ততা ছিল। মেহেরবাণী করে স্যার আপনি আদেশ দেবেন আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান এলাকা যাতে পর্যাপ্ত আলোকিত করার ব্যবস্থা করা হয়। বইমেলা ঘিরে ইতিমধ্যে আমরা ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছি।’
অনুষ্ঠানে মেয়র সাঈদ খোকন বলেন, ‘একুশে ফেব্রুয়ারিতে আমাদের যে শহীদ মিনার এলাকা রয়েছে, সেই এলাকাতে আমাদের যে বাতির ব্যবস্থা রয়েছে তা পরিবর্তন করে ২১ তারিখের মধ্যে আমরা এলইডি লাইটে পরিবর্তন করার উদ্যোগ গ্রহণ করেছি। পর্যায়ক্রমে আমাদের ঢাকা শহরের যে ৩২ হাজার স্ট্রিট লাইট রয়েছে, সেই ৩২ হাজার স্ট্রিট লাইট আমরা এলইডিতে ট্রান্সফার করে দেব।’
গত বছরের ২৬ ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে বের হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির কাছে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে কুপিয়ে অভিজিৎ রায়কে হত্যা করে। সেই সঙ্গে তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাকে গুরুতর আহত করে। তাঁরা যুক্তরাষ্ট্রের নাগরিক।