ভারতের রোমাঞ্চকর জয়ে অস্ট্রেলিয়া হোয়াইটওয়াশ
অ্যারন ফিঞ্চের চোটের কারণে হঠাৎ করেই অধিনায়কত্ব পেয়ে গিয়েছিলেন শেন ওয়াটসন। দুর্দান্ত শতকের পর একটি উইকেট নিয়ে দলকে জয়ের পথেও এগিয়ে দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ টি-টোয়েন্টিতে শেষ রক্ষা হয়নি অস্ট্রেলিয়ার। শেষ বলের নাটকীয়তায় ৭ উইকেটে জিতে অস্ট্রেলীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইওয়াশের লজ্জায় ডুবিয়েছে ভারত।
রোববার সিডনি ক্রিকেট মাঠে ১৯৮ রানের কঠিন লক্ষ্যের পথে ভারতকে এগিয়ে নিচ্ছিল রোহিত শর্মা আর বিরাট কোহলির আক্রমণাত্মক ব্যাটিং। মাত্র ৯ বলে ২৬ রান করা শিখর ধাওয়ানকে ওয়াটসন ফিরিয়ে দেওয়ার পর ৫৫ বলে ৭৮ রানের জুটি গড়েছেন রোহিত আর কোহলি। ৩৮ বলে ৫২ রান এসেছে রোহিতের ব্যাট থেকে। টি-টোয়েন্টি সিরিজে প্রথমবারের মতো আউট হওয়া কোহলির ৩৬ বল খেলে অবদান ৫০ রান।
এ দুজনকে ফিরিয়ে দেওয়ার পর অবশ্য জয়ের স্বপ্ন দেখছিল অস্ট্রেলিয়া। শেষ দুই ওভারে ভারতের প্রয়োজন ছিল ২২ রান। ওয়াটসনের করা ১৯তম ওভারে পাঁচ রানের বেশি নিতে পারেনি ‘টিম ইন্ডিয়া’। তাই শেষ ওভারে প্রয়োজনীয়তা দাঁড়ায় ১৭ রানের।
মাত্র দ্বিতীয় টি-টোয়েন্টি খেলতে নামা পেসার অ্যান্ড্রু টাইয়ের প্রথম দুই বলেই চার ও ছক্কা হাঁকিয়ে সমীকরণ অনেক সহজ করে দেন যুবরাজ সিং। পরের তিন বলে পাঁচ রান হওয়ায় শেষ বলে দরকার ছিল দুই রানের। সুরেশ রায়না অবশ্য পয়েন্ট দিয়ে চার মেরেই জয়োল্লাসে ভাসিয়ে দিয়েছেন দলকে। ২৫ বলে ৪৯ রানে অপরাজিত ছিলেন রায়না। যুবরাজের অপরাজিত ১৫ রান এসেছে ১২ বলে।
এর আগে ওয়াটসনের মাত্র ৭১ বলে অপরাজিত ১২৪ রানের ঝড়ো ইনিংস অস্ট্রেলিয়াকে এনে দিয়েছিল পাঁচ উইকেটে ১৯৭ রানের বড় সংগ্রহ। টি-টোয়েন্টিতে এটা দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। সর্বোচ্চ ১৫৬ রানের রেকর্ড আরেক অস্ট্রেলীয় ফিঞ্চের অধিকারে।