মুন্সীগঞ্জে গৃহবধূ হত্যা, বিচারের দাবিতে মানববন্ধন
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2022/12/27/munshiganj-news-pic.jpg)
গৃহবধূ জেরিন আক্তার হত্যার বিচার ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজনরা। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন তাঁরা।
মানবন্ধনে নিহত গৃহবধূ জেরিন আক্তারের স্বজনরা অভিযোগ করে বলেন, ‘জেরিনকে নির্মমভাবে নির্যাতন করেন তাঁর স্বামী মো. মুরাদ হোসেনসহ তাঁদের পরিবারের লোকজন। শ্বশুরবাড়ির লোকজন নিযার্তনের একপর্যায়ে তাঁকে হত্যা করে। তাঁর স্বামী মো. মুরাদ হোসেন পুলিশের হাতে গ্রেপ্তার হলেও অন্য আসামিরা এখনও ধরাছোঁয়ার বাইরে।’ তাঁদের দ্রুত গ্রেপ্তারসহ হত্যাকারী প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা।
মানববন্ধনে বক্তব্য দেন নিহত জেরিন আক্তারের মা শাহিদা বেগম, চাচা জাফর ভুইয়া, ফুফু হাসিনা বেগম, বড় ভাই শাকিল ভূঁইয়া, আত্মীয় সুজন খান, রিয়াজুল শেখ, ময়েজউদ্দিন, মো. ইদ্রিসুর রহমান, মাহফুজা বেগম প্রমুখ।
প্রসঙ্গত, গত শনিবার মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরেশ্বরাই এলাকায় শ্বশুড়বাড়ির বাথরুমে কাপড় রাখার স্টিলের স্ট্যান্ডের সঙ্গে ওড়না বেঁধে গলায় ফাঁস লাগানো গৃহবধূ জেরিন আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর তাঁর স্বামী মো. মুরাদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।