‘গর্বিত’ স্টুয়ার্ট ল চান আরো মনোযোগ
যুব বিশ্বকাপের কিছুদিন আগেই বাংলাদেশ দলের পরামর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি। অস্ট্রেলীয় কোচ স্টুয়ার্ট ল’র অধীনে বাংলাদেশের তরুণদের পারফরম্যান্সও বেশ নজরকাড়া। প্রথমবারের মতো সেমিফাইনালে উঠে ইতিহাস গড়েছে তারা। দলের এমন পারফরম্যান্সে দারুণ খুশি সাবেক এই অস্ট্রেলীয় ক্রিকেটার।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন একাডেমি মাঠে সংবাদমাধ্যমকে স্টুয়ার্ট ল বলেন, ‘ছেলেরা যেভাবে খেলছে, সত্যিই তা প্রশংসনীয়। তাদের এই পারফরম্যান্স নিয়ে গর্ব করাই যায়। তবে ফাইনালে খেলতে এর চেয়ে আরো ভালো ক্রিকেট খেলতে হবে আমাদের। তাই আপাতত নিজেদের খেলায় আরো বেশি মনোযোগী হতে হবে। তাহলেই সেমিফাইনালে সাফল্য পাওয়া যাবে।’
ক্যারিবীয় যুব দলটিকে শক্ত প্রতিপক্ষই মনে করছেন তিনি, ‘ওয়েস্ট ইন্ডিজের এই দলটি যথেষ্টই ভারসাম্যপূর্ণ। কয়েকজন ভালো মানের পেসার ও হার্ড হিটার ব্যাটসম্যান আছেন তাদের এই দলে। তাই তাদের বিপক্ষে জিততে হলে সামর্থ্যের সেরাটা দিয়েই খেলতে হবে আমাদের। তা না হলে জয় পাওয়া খুব একটা সহজ হবে না।’
এই আসরে এখন পর্যন্ত খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি মিরাজদের। এই সম্পর্কে তরুণদের পরামর্শক বলেন, ‘আমি মনে করি না আমরা এখনো কঠিন পরীক্ষা দেইনি। প্রথম ম্যাচেই বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে বড় পরীক্ষা দিতে হয়েছে। এরপর নেপালের মতো দলের বিপক্ষে খুব একটা সহজে পার পাইনি। তাই আমি মনে করি, কঠিন সময়টা পার করেই এসেছি আমরা।’