পিএসএলে কাল মুখোমুখি সাকিব-তামিম
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলেছেন করাচি কিংসের হয়ে। আর তামিম ইকবাল পেশোয়ার জালমিতে। বাংলাদেশ জাতীয় দলের এই দুই নির্ভারযোগ্য ক্রিকেটার এবার একজন আরেকজনের প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবেন।
বৃহস্পতিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে করাচি কিংসে ও পেশোয়ার জালমি মুখোমুখি হবে। আর বাংলাদেশ দলের দুই ক্রিকেটার মাঠে নামবেন প্রতিপক্ষ হিসেবে।
আসরে তিন ম্যাচে চার পয়েন্ট নিয়ে পেশোয়ার জালমি আছে দ্বিতীয় স্থানে। আর সমান ম্যাচে করাচি কিংস দুই পয়েন্ট নিয়ে আছে তৃতীয় স্থানে।
তামিম তিন ম্যাচে ১২০ রান নিয়ে সেরা রান সংগ্রাহকদের তালিকায় দ্বিতীয় স্থানে। দুটি অর্ধশতকের সাহায্যে এই রান সংগ্রহ করেন তিনি। একটি অর্ধতকের সাহায্যে সাকিব মোট ৮৮ রান নিয়ে তালিকায় ষষ্ঠ স্থানে আছেন। আর তিন ম্যাচে দুটি উইকেটও নিয়েছেন ওয়ানডে ও টি-টোয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার।
এই আসরে সাকিবের দল করাচিতে আছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমও। অবশ্য তিনি এখনো এক ম্যাচেও খেলার সুযোগ পাননি। বৃহস্পতিবার তাঁকে মাঠে দেখা যাবে কি না, সেটাই এখন দেখার।