নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে হবে : খাদ্যমন্ত্রী
নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে নওগাঁর নিয়ামতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলার ১২৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী এই আহ্বান জানান।
খাদ্যমন্ত্রী বলেন, ‘বাঙালির মুক্তি-সংগ্রামের ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়েই একটি অসম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক রাষ্ট্রব্যবস্থা গঠনের ভিত রচিত হয়েছিল। তাই নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানাতে হবে।’
সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘জাতির পিতা বলেছিলেন, কেউ দাবায়া রাখতে পারবে না। বাঙালিকে কেউ দাবায়ে রাখতে পারেনি, পারবেও না। আজকে আমাদের একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বের সব ভাষাভাষী মানুষ এ দিবসটি পালন করে। এটা বাঙালিরই অর্জন করা একটি মর্যাদার আসন। সেটা দিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।’
খাদ্যমন্ত্রী আরও বলেন, ‘আমাদের আসল শিকড়ের সন্ধানে যেতে হবে। আমরা শিক্ষকেরা যদি সরে যাই, আমরা যারা শিক্ষা নিয়ে চর্চা করি, আমরা যারা মানুষ গড়ার কারিগর তারা সন্ত্রাসবাদ, মিথ্যা প্রচারণার দিকে চলে যাই, তাহলে আমরা মানুষ হিসেবে নিজেদের পরিচয় দিতে পারব না।’
উদ্বোধনী অনুষ্ঠানে নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক সুফিয়ানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন নিয়ামতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ, ভাইস চেয়ারম্যান আইয়ুব হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম প্রমুখ।