সেমিফাইনালে আসাও কম বড় অর্জন নয়!
ওয়েস্ট ইন্ডিজের কাছে সেমিফাইনালে হেরে যাওয়ায় স্বাভাবিক কারণেই হতাশ বাংলাদেশ দলের খেলোয়াড়রা। ড্রেসিং রুমেও নিশ্চয় এর প্রভাবটা পড়েছে। তবে এই হাতাশার মাঝেও তৃপ্তি খুঁজে পেয়েছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। সেমিফাইনাল পর্যন্ত খেলতে আসাটাও বাংলাদেশের জন্য একটা বড় অর্জন বলেই মনে করেন তিনি।
আইসিসি আয়োজিত কোনো বৈশ্বিক প্রতিযোগিতায় এবারই প্রথম সেমিফাইনালে ওঠার অনন্য কৃতিত্ব অর্জন করেছে বাংলাদেশ যুব দল। গত একটি বছরে দারুণ সাফল্য পাওয়া মাশরাফিদেরও এমন অর্জন নেই।
বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে মেহেদি হাসান বলেন, 'এটা ঠিক ফাইনালে ওঠার দারুণ একটি সুযোগ আমরা হাতছাড়া করেছি। ফাইনালে উঠতে পারলে আমাদের ঝুলিতে একটি বড় অর্জন যোগ হতো। কিন্তু এটাও মনে রাখতে সেমিফাইনালে ওঠা আমাদের জন্য কম বড় অর্জন নয়। এর আগে এমন সাফল্য আমরা পাইনি।'
অবশ্য এই পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক, 'আমাদের বিশ্বাস সবারই আশা ছিল আমরা ম্যাচটি জিতব। মাঠে আমরা নিজেরাও শেষ পর্যন্ত আশাবাদী ছিলাম। কিন্তু জিততে না পারাটা হতাশারই বটে। তবে এই হার আমাদের মনে নিতেই হবে। কারণ খেলার এমনই নিয়ম, কেউ হারবে, কেই জিতবে।'
এখন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে মনোযোগ দিবেন বলে জানান মিরাজ, 'তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এখন আমাদের জন্য কম গুরুত্বপূর্ণ নয়। এই ম্যাচ জিতে তৃতীয় হতে পারলে আমাদের ক্রিকেটে আরেকটি অর্জন যোগ হবে। আমরা এখন সেই ম্যাচেই মনোযোগ দিতে চাই।'
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। শনিবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে হবে ম্যাচটি। সেমিফাইনালে শ্রীলঙ্কা ভারতের কাছে হেরে যাওয়ায় তৃতীয় হওয়ার লড়াইয়ে বাংলাদেশের মুখোমুখি হচ্ছে।