জেলাভিত্তিক এজেন্ট নিয়োগের মাধ্যমে ভূমিসেবা দেওয়া হবে : ভূমিমন্ত্রী
জেলাভিত্তিক এজেন্ট নিয়োগের মাধ্যমে নাগরিকদের ভূমিসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। এজন্য সরকার দ্রুতই প্রাইভেট এজেন্টশিপ নীতিমালা তৈরি করতে যাচ্ছে।
আজ বৃহস্পতিবার (২ মার্চ) রাজধানীর মহাখালীতে ‘ভূমি ব্যবস্থাপনায় সাম্প্রতিক উদ্যোগ ও নাগরিক অধিকার' শীর্ষক এক সংলাপে এসব কথা জানান ভূমিমন্ত্রী। বেসরকারি উন্নয়ন সংস্থা এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সংলাপটির আয়োজন করা হয়।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘এখনই সবার পক্ষে অনলাইনে ডিজিটাল সার্ভিস গ্রহণ সম্ভব নয় বলেই সবার কথা মাথায় রেখে সরকার ভূমি সেবা এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।’
মন্ত্রী জানান, ভূমি ভবনে একটি নাগরিক সেবাকেন্দ্র স্থাপন করা হচ্ছে। পর্যায়ক্রমে জেলা পর্যায়ে এ সেবা সম্প্রসারণ করা হবে। কল সেন্টার ছাড়াও এসব সেবা কেন্দ্রে নাগরিকরা সরাসরি গিয়ে ভূমিসেবাগ্রহণ করতে পারবেন। এ ছাড়া, প্রাইভেট এজেন্ট কার্যক্রম মনিটরের জন্য সিসি ক্যামেরা স্থাপন করা হবে এবং উপজেলা ও জেলা ভিত্তিক নাগরিক কমিটি করার কথাও বিবেচনায় রয়েছে।
সাইফুজ্জামান চৌধুরী বলেন, ‘আমরা ভূমিসেবা সিস্টেম এমনভাবে উন্নয়ন করছি, যেন দুর্নীতির সুযোগ না থাকে।’ তিনি বলেন, ‘সিস্টেমের করণে ওখানে অনেকের দুর্নীতি করার সুযোগ থাকে না।’
মন্ত্রী বলেন, ‘মাঠ পর্যায়ের ভূমি অফিসের কাজ নিয়মিত মনিটরিং করা হচ্ছে। কোন উপজেলায়, কোন সার্কেলে কতদিনে ফাইল নিষ্পত্তি হচ্ছে, আমরা তা দেখছি এবং ফিডব্যাক নিচ্ছি। পর্যায়ক্রমে মনিটরিং কার্যক্রম অধিক নিবিড় করা হবে।’
মন্ত্রী আরও বলেন, ‘আমি মনে করি, ভূমি মন্ত্রণালয় অন্যতম পারফর্মিং মিনিস্ট্রি। স্মার্ট মিনিস্ট্রির কথা মাথায় রেখে আমরা কাজ করছি। মানুষ ভূমিসেবা ডিজিটালাইজেশনের সুফল পেতে শুরু করেছে।’
অনুষ্ঠানে ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, এটুআইয়ের ন্যাশনাল পোর্টাল ইমপ্লিমেন্টেশন স্পেশালিষ্ট উপসচিব মোহাম্মদ শামসুজ্জামান, সুপ্রিম কোর্টের আইনজীবী মাহফুজ বিন ইউসুফ এবং অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম এর প্রধান সমন্বয়ক রফিক আহমেদ সিরাজী প্রমুখ উপস্থিত ছিলেন।