গাছের গোড়া তুলতেই মর্টারশেল
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকান্তপুর গ্রামের একটি গাছের গোড়া তুলতেই মরিচাপড়া পুরোনো অবিস্ফোরিত একটি মর্টারশেল উদ্ধার করা হয়েছে। শেলটি লম্বায় ১৮ ইঞ্চি।
আজ রোববার দুপুরে পুলিশ ও র্যাব ১২-এর সদস্যরা এটি উদ্ধার করেন।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আসলাম উদ্দিন বিশ্বাস জানান, চড়ুইমুড়ী গ্রামের আমজাদ হোসেন উপজেলার রামকান্তপুর গ্রামের হেলাল সরকারের বাড়ির পাশের মাঠে অবস্থিত একটি বাটুল গাছ কিনে নেন। আমজাদ হোসেন শনিবার গাছটি কেটে ফেলেন। আজ রোববার সকালে গাছের গোড়া খুঁড়ে মূলটি তুলে ফেলার পর মুলের নিচে তিনি এই মর্টারশেলটি দেখতে পান। এ সময় এটি মূল্যবান লোহা মনে করে আমজাদ চড়ুইমুড়ী গ্রামের বাড়িতে নিয়ে যান। লোহা কাটার ব্লেড দিয়ে তিনি শেলটি কাটতে গিয়ে বারুদের গন্ধ পান। পরে পুলিশকে খবর দিলে বিকেলে উল্লাপাড়া থানার পুলিশ ও র্যাব-১২ ক্যাম্পের বোমা ডিসপোজাল টিম নিয়ে শেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এসআই আসলাম উদ্দিন বিশ্বাস জানান, ধারণা করা হচ্ছে এটি ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর ব্যবহৃত অবিস্ফোরিত একটি শেল। বর্তমানে এটি নষ্ট করে ফেলার চেষ্টা চলছে বলে তিনি জানান।