বাদ পড়ার শঙ্কায় সাকিব-মুশফিকের করাচি
পিএসএলে টানা দ্বিতীয় ম্যাচে হার মেনেছে করাচি কিংস। রোববার সাকিব আল হাসান আর মুশফিকুর রহিমের দলকে সহজেই পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে ইসলামাবাদ ইউনাইটেড।
পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আরেকটি পরাজয় শঙ্কায় ফেলে দিয়েছে করাচিকে। সাত ম্যাচ থেকে তাদের সংগ্রহ মাত্র চার পয়েন্ট। লিগ পর্বে আর একটাই ম্যাচ বাকি সাকিব-মুশফিকদের। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। সমান ম্যাচে আট পয়েন্ট সংগ্রহ করা পেশোয়ার জালমির অবস্থান দ্বিতীয়। সাত ম্যাচ খেলে ফেলা ইসলামাবাদের পয়েন্ট ছয়। করাচির সমান চার পয়েন্ট হলেও লাহোর ক্যালান্ডার্সের দুই ম্যাচ বাকি এখনো।
শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামা করাচি কিংস শুরুতেই বিপদে পড়ে গেছে। মাত্র তিন রানে দুই উইকেট হারানো দলকে বিপদ থেকে উদ্ধারের কৃতিত্ব তিনজনের—শাহজেইব হাসান, রবি বোপারা আর মুশফিকের। করাচির সংগ্রহ অবশ্য বেশি হয়নি। পাঁচ উইকেটে ১২৮ রানে থেমে গেছে তাদের ইনিংস।
ওপেন করতে নেমে ১৯ বলে ২৭ রান করেছেন শাহজেইব। দারুণ ছন্দে থাকা বোপারার ব্যাট থেকে এসেছে ৪৫ রান। বল অবশ্য বেশিই খেলেছেন তিনি, ৫০টি। তবে পাঁচ নম্বরে নামা মুশফিক ছিলেন সপ্রতিভ। ২৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ৩৩ রান করেছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। ১৮তম ওভারে সাত নম্বরে নেমে খুব বেশি বল খেলার সুযোগ পাননি সাকিব আল হাসান। ছয় বলে সাত রান করে অপরাজিত ছিলেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার।
করাচির মতো ইসলামাবাদের শুরুও ভালো হয়নি। তবে ১৯ রানে তিন উইকেট হারালেও অধিনায়ক মিসবাহ-উল-হক, খালিদ লতিফ আর আসিফ আলীর দায়িত্বশীল ব্যাটিং জয় এনে দিয়েছে ইসলামাবাদকে। মিসবাহ ৩৮ আর খালিদ ৩৩ রান করে আউট হয়ে গেলেও আসিফ অপরাজিত ছিলেন ৩১ রানে।
দুই ওভার বল করে ১৪ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। মুশফিক অবশ্য খালিদকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেছেন। তবে তা করাচিকে জয় এনে দিতে পারেনি।